1. ruhul.lemon@gmail.com : admin :
  2. tanjid.fmphs@gmail.com : তানজিদ শুভ্র : তানজিদ শুভ্র
  3. contact.mdrakib@gmail.com : Rakib Howlader : Rakib Howlader
শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২১, ১২:২১ অপরাহ্ন

আকরাম হোসেন শুভ এর লেখা ‌কবিতা “কঠোর শিক্ষা”

  • প্রকাশ: মঙ্গলবার, ৫ মে, ২০২০
  • ৯২ বার পঠিত

কঠোর শিক্ষা

আকরাম হোসেন শুভ

সারা শরীর দগদগে ঘা
মাছি ভনভন করে
কাঁধে ভাদুর ভিক্ষার ঝুলি বাড়ি বাড়ি ঘুরে।

জীর্ণ শরীর ময়লা বসন উসখুশে চুলে
পেটটা তার পিঠে ঠেকা
শরীর না চলে।

যে গাঁয়ে যায় দুরদুর করে তাড়িয়ে বলে শালা
সর্বাঙ্গে তুই পচা ঘায়ে করিস অবহেলা?

তোর গায়ের এই ছোঁয়াচে রোগ বাতাসে ছড়াবে
ঝাঁকে ঝাঁকে মরলে মানুষ
তখন কি হবে।

ক্ষুধা তৃষ্ণায় জর্জরিত ভিক্ষার ঝুলি রেখে
লোকালয় ছেড়ে আম বাগানে ভাদু এসে শুতে।

ভিক্ষা না পাক ভাদু এবার মাছিরা পেয়েছে বেশি
অসাড় দেহ কুরে কুরে খেয়ে ওরা মহাখুশি।

এবার ঘুমায় ভিক্ষুক ভাদু নাকটা ডাকে স-সা
সারা দেহে পিঁপড়ার দল ঘায়ে ঘায়ে বসা।

এমন সময় ওই শোনা যায় জনতার উচ্ছাস
এই খানে সেই ভিক্ষুক আছে
কি যে সর্বনাশ।

ওর শরীরের বাতাস লাগলে সবার হবে ঘা
ধর শালাকে মার শালাকে জিন্দা রাখবো না।

বলেই সবে লাঠি সোঠায়
ধরলো তাড়া ওকে
ভিক্ষুক ভাদুর ঘুম ভেঙ্গে যায় পালাতে চায় ছুটে।

ক্ষুধায় কাতর বয়সের ভার ঘায়ের ব্যাথায় মরে
গর্জে ওঠা লোক দেখে ভাদু মাথা ঘুরে যায় পড়ে।

আর কোনদিন উঠবে না ভাদু চাইবে না ভিক্ষা
জন্মের মতো সমাজ ওকে
দিলো কঠোর শিক্ষা।

শেয়ার করুন

এ জাতীয় আরো বার্তা..
নিঃস্বত্ত্ব © সংগৃহিত তথ্যগুলোর স্বত্ব সম্পূর্ণভাবে সোর্স সাইটের। আমাদের নিজস্ব কোন স্বত্ব নেই।

কারিগরি সহায়তায় WhatHappen