এস.এম আবির: ৬ বছরের শিশু হাফিজুল ইসলাম সম্রাট।বাড়ী ঢাকাতে। বাবা একজন শ্রমিক। জন্ম থেকে শিশুটির হার্টে ছিদ্র। মানবতার কল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান (নাট্যনির্মাতা) জি.এম সৈকত বিষয়টি অবগত হয়ে শিশুটির আবেদন রেডি করে নিজেই জমা দেন।
সমাজসেবা অধিদপ্তরে, সমাজসেবা অধিদপ্তরের পরিচালক আবু মাসুদ সহযোগিতায় আজ ৫০,০০০/= টাকার অনুদানের চেক প্রদান করে শিশুটির চিকিৎসার জন্য। ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মানবতার কল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান (নাট্যনির্মাতা) জি.এম সৈকত।
কারিগরি সহায়তায় WhatHappen