আরিফুল ইসলাম রংপুর প্রতিনিধি: রংপুর মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৯৪ জনের নমুনা পরীক্ষায় ১৯ জনের করোনা পজেটিভ পাওয়া যায়। কুড়িগ্রাম ও লালমনিরহাটেই ১৯জন সনাক্ত।
আক্রান্তদের মধ্যে কুড়িগ্রামে ১০ তারা হলেন সদরে ০১ পুরুষ, কাঠালবাড়ী ০৩জন , হাতিড়পাড়া এলাকার ০১জন পুরুষ, ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্রের স্বস্থ্য কর্মী ০১, ফুলবাড়ী থানার ওসি, ভূরুঙ্গামারীর ০৩ জন,।
লালমনিরহাটের ১০জন হলেন, হাতিবান্ধা উপজেলার ০১ নারী, আদিতমারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্রের ব্রাদার , আদিতমারি উপজেলা ০২ পুরুষ, সাপ্টিবাড়ী ০৫জন।
রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম নুরুন্নবী লাইজু বিষয়টি নিশ্চিত করেছেন।
কারিগরি সহায়তায় WhatHappen