প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) মৃত্যুপুরীতে পরিণত হয়েছে গোটা বিশ্ব। দেশেও লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় আরও ৩৪১ জন লোকের করোনা পজেটিভ পাওয়া গেছে। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১৫৭২ জনে। একইসঙ্গে আক্রান্তদের মধ্যে মৃত্যু হয়েছে ১০ জনের। এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬০ জনে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদফতর নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
সূত্র: পূর্বপশ্চিমবিডি
কারিগরি সহায়তায় WhatHappen