পবিত্র মাহে রমজানুল মোবারককে সামনে রেখে করোনায় কষ্টে থাকা প্রায় অর্ধশত পরিবারের মাঝে প্রীতি উপহার বিতরণ করেছে সুবলপুর ফিডেলিটি ক্লাব। প্রীতি উপহারের প্রতিটি ব্যাগে চাল, তেল, ছোলা, পেয়াজ, খেজুর, চিনি, ট্যাংক, চিড়া, মুড়িসহ নিত্য প্রয়োজনীয় ১০টি পণ্য ছিল।
প্রকৌশলী মুসা মাহমুদ জিসান ও বিশিষ্ট ব্যবসায়ী সাইফুল ইসলামের নেতৃত্বে কবি আলাউদ্দিন আদর, ওমর, তারেক, শুভ, সুজন, আজিম, নাছির, রুহিনসহ সুবলপুরের একঝাঁক তরুণ স্বেচ্ছাসেবক প্রীতি উপহার বিতরণ কার্যক্রমে অংশ নেয়।
উল্লেখ্য, ফেনীর ফরহাদ নগর ইউনিয়নের সুবলপুর গ্রামের তরুণদের সংগঠন ফিডেলিটি ক্লাব প্রায় দুইযুগ যাবত এই অঞ্চলের ক্রীড়া অঙ্গনের নেতৃত্বের পাশাপাশি সামাজিক ও মানবিক কার্যক্রম চালিয়ে আসছে।
কারিগরি সহায়তায় WhatHappen